Header Ads

Header ADS

"Do Something" সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

"Do Something" সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান


🖋 মিজানুর রহমান


চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার ৫নং উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের নওগাঁও গ্রামের মুন্সি বাড়ির মৃত মোঃ বিল্লাল মুন্সির ঘর মেরামত করার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন "DO SOMETHING” নওগাঁও ওয়েলফেয়ার এসোসিয়েশন।


নগদ অর্থ প্রদান

(৫ আগস্ট) বৃহস্পতিবার মৃত মোঃ বিল্লাল মুন্সির স্ত্রীর হাতে আর্থিক সহযোগিতা মোট ১,০৩০০০ (এক লক্ষ তিন হাজার) টাকা তুলে দেন।


এ সময় নওগাঁও রাশিদিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা শাহজালাল সাহেব, দেলোয়ার মাস্টার, ধনারপাড় দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা মোঃ ইসমাইল হোসেন, আব্দুল লতিফ মিয়াজী, বিশিষ্ট ব্যবসায়ী লিটন মুন্সি,নওগাঁও পোষ্টঃ মাষ্টার আবুতাহের এবং আলহাজ্ব মোখলেসুর রহমান পাটোয়ারী বীর মুক্তিযুদ্ধা সহ প্রমুখ উপস্থিত ছিলেন।


সংগঠনটি ঘর মেরামতের পাশাপাশি তাদের পরিবারের জীবিকা উপার্জনের জন্য একটি ব্যবস্থা করে দেওয়ার আশ্বস্ত করেন, এ সংগঠন থেকে জানানো হয়, জীবিকা উপার্জনের জন্য মৃত বিল্লাল মুন্সির ছেলেকে আমরা একটি রিক্সা কিনে দেওয়ার পরিকল্পনা নিয়েছি।




সংগঠনটি আরো জানান, আমাদের এই সংগঠনের লক্ষ্য আমরা নওগাঁও গ্রামের সকল অসহায় মানুষদের পাশে দাঁড়াবো, অনাহারীর মুখে খাবার তুলে দেবো, অসহায় এবং দারিদ্র্য শিক্ষার্থীদের পাশে দাঁড়াবো, নওগাও গ্রামের মানুষ ভালো থাকলেই আমরা ভালো থাকি।। আপনারা সবাই যদি এভাবে এগিয়ে আসেন তাহলে আশা করি গ্রাম থেকে অল্প পরিসরে হলেও দারিদ্রতা দূর হবে বলে আশা রাখি। 


০৮ জুলাই ২০২০ইং সালে নওগাঁও গ্রামের সকল অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য শামীম আহমেদ (ফ্রান্স প্রবাসী), মানিক পাটোয়ারী(সৌদি প্রবাসী), ইঞ্জিঃ মাহমুদ হোসাইন (মালয়েশিয়া প্রবাসী) মোঃ দেলোয়ার মাষ্টার, গোলাম মুস্তফা (সৌদি অধ‍্যায়ন রত ছাত্র), খুরশেদ আলম (বিশিষ্ট ব‍্যাবসাহিক), আবুল বাশার (ইসমাইল কম্পা: ম‍্যানেজার) এবং ইব্রাহীম খলিল (শিক্ষক), মিজানুর হমান সহ  প্রমুখের প্রচেষ্টায় গড়ে ওঠে এই অরাজনৈতিক সামাজিক সংগঠনটি।


ঘরে ওঠার পর থেকেই নানা রকমভাবে নওগাঁও গ্রামে সকল অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সংগঠনটি।

No comments

Powered by Blogger.