Header Ads

Header ADS

মতলব দক্ষিণে মাদ্রাসায় ৫০ বস্তা সিমেন্ট দান করেন স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের নওগাঁও

মতলব দক্ষিণে মাদ্রাসায় ৫০ বস্তা সিমেন্ট দান করেন স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের নওগাঁও


  🖋 মিজানুর রহমান, মতলব দক্ষিণ, চাঁদপুর।


মতলব দক্ষিণ উপজেলার নওগাঁও গ্রামে নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার ভবন নির্মাণের কাজে সহযোগিতায় ৫০ বস্তা সিমেন্ট দান করেন স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের নওগাঁও।


শনিবার (৬ ফেব্রুয়ারি) সিমেন্টে গুলো মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের নওগাঁও।

    

 মতলব দক্ষিণে গড়ে উঠা স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের নওগাঁও একটি অরাজনৈতিক সংগঠন এবং স্বপ্নের নওগাঁও সংগঠনটির লক্ষ নিঃস্বার্থভাবে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, ক্ষুধার্তদের পাশে খাবার নিয়ে হাজির হাওয়া।




তারই ধারাবাহিকতায়  বিগত দিন কাজ করে যাচ্ছে স্বপ্নের নওগাঁও সংগঠন, স্বপ্নের নওগাঁও সংগঠন থেকে জানানো হয়, আমরা যেভাবে এগিয়ে এসেছি আপনারাও ঠিক সেভাবে এগিয়ে আসুন।


আমরা সবাই যদি একই ভাবে এগিয়ে আসি তাহলে সমাজে কোন অনাহারী না খেয়ে থাকবে না, কোন গরিব বিনা চিকিৎসায় মারা যাবে না।  কোন গরীব মেধাবী ছাত্র টাকার অভাবে তার পড়াশোনা বন্ধ করবে না। আর এভাবেই গড়ে উঠবে আমাদের স্বপ্নের নওগাঁও। 


 তারা আরো জানান, আমাদের সংগঠন কে সামনে এগিয়ে নিতে হলে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন, আপনাদের বুদ্ধি ও অর্থের সহযোগিতায় এগিয়ে যাবে আমাদের এই সংগঠন।

No comments

Powered by Blogger.