মতলবে বেড়েছে সেনা তৎপরতা.....
মতলবে চলছে সেনা টহল, বেড়েছে সেনা তৎপরতা........
✏ মিজানুর রহমান, মতলব প্রতিনিধি।চাঁদপুর জেলা লকডাউন ঘোষণা করার পর থেকেই চাঁদপুর জেলার প্রতিটি উপজেলায় প্রতিনিয়ত টহল দিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী.
আজ (১৭ এপ্রিল) শুক্রবার মতলব দক্ষিণ উপজেলায় টহল দেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল টিম, দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর টহল টিম ৫নং উপাদী উত্তর ইউনিয়ন পরিষদে টহল দেওয়া কালীন সময় বহরি আরং বাজার থেকে একটি সেলুনের চাবি জব্দ করে।
টহল টিমের ক্যাপ্টেন বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে সেলুন হারাম! বর্তমান সময়ের জন্য সেলুনের মত মারাত্মক জিনিস কিছু হতে পারে না।
সেলুনে একজনের চুল কেটে আরেকজনের মাথায় হাত দেওয়ার মাধ্যমে করোনা ভাইরাস একজন থেকে অন্য জনের মধ্যে ছড়াতে পারে। তাই সেলুনের মত মারাত্মক জিনিস কিছু হতে পারে না। পরে জব্দকৃত সেলুনের চাবি চেয়ারম্যানের হাতে হস্তান্তর করে।
এই সময় উপস্থিত ছিলেন ৫নং উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্যাহ প্রদান, ৩নং ওয়ার্ড মেম্বার আব্দুল্লাহ (বাবুল ঢালী) ও ৯নং ওয়ার্ড মেম্বার আব্দুল মতিন প্রধান।
চেয়ারম্যান শহীদ উল্যাহ প্রধান বলেন, যদি আজকের পরে কোথাও সেলুন খোলা পাওয়া যায় তাহলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বেলুনের মালিকদেরকে জরিমানা করা হবে। বর্তমানে বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে, তাই সবাই ঘরে থাকুন নিজে বাঁচুন, দেশকে বাঁচান।
৩নং ওয়ার্ড মেম্বার আব্দুল্লাহ (বাবুল ঢালী) বলেন, আপনাদের নিরাপত্তার জন্য আমরা সারাক্ষণ মাঠে কাজ করে যাচ্ছি, আপনারা কেন বুঝতেছেন না আমরা সবাই এখন মৃত্যুর মঞ্চে দাঁড়িয়ে আছি।
এই মৃত্যুর মঞ্চ থেকে বাঁচতে হলে ঘরে থাকার বিকল্প নেই, সবাই নিরাপদে ঘরে থাকতেই হবে, যদি কেউ এই মৃত্যুর মঞ্চ থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই ঘরে থাকুন। সরকারকে করোনা মোকাবেলায় সহযোগিতা করুন।
৯নং ওয়ার্ড মেম্বার আব্দুল মতিন প্রধান বাজার কমিটির সেক্রেটারি কে বলেন, আর যেন বাজারে কোন সেলুন খোলা না থাকে এ ব্যাপারে আপনি সচেতন থাকবেন।
No comments