জনসচেতনতায় ব্যস্ত ০৫ং উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্যাহ প্রধান।
জনসচেতনতায় ব্যস্ত ০৫ং উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্যাহ প্রধান।
🖉 মিজানুর রহমান, মতলব প্রতিনিধি
গণসচেতনতা ব্যস্ত সময় পার করছেন ০৫নং উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্যাহ প্রদান, তিনি পুরো ইউনিয়ন ঘুরে গণসচেতনতার জন্য সবাইকে আহবান করছেন।
আজ (২১ জুন) রবিবার ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে সবাইকে সচেতন ভাবে চলাফেরা করার আহবান করেন তিনি।
এ সময় তিনি মাস্ক বিতরণ করেন, মাস্ক বিতরণ করার সময় তিনি শিশু এবং কিশোরদের প্রতি বিশেষ গুরুত্ব দেন, তিনি বলেন শিশু এবং কিশোরদের কে মাস্ক পরা এখন থেকেই শিখাতে হবে।
ভবিষ্যতে যাতে তারা নিজেরাই মাস্ক ব্যবহার করতে উৎসাহিত হন, এ সময় অনেক শিশু, কিশোর এবং বয়স্ক ব্যক্তিদের হাতে মাস্ক তুলে দেন চেয়ারম্যান শহীদ উল্যাহ প্রধান।
তিনি আরো বলেন, করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল গণসচেতনতা, জনসমাগম এড়িয়ে চলতে হবে, দেশ এবং মানুষকে বাঁচাতে হলে অবশ্যই আমাদেরকে এখন সচেতন হতে হবে।
সচেতনতা ছাড়া এই ভাইরাস থেকে মুক্তি পাওয়ার কোন উপায় নেই, তাই আমি সকলের প্রতি আহ্বান করছি, আসুন আমরা সবাই মিলে করোনা ভাইরাস এর মোকাবেলা করি, সরকারি আদেশ মেনে চলি।
No comments