মতলব দক্ষিণ এ হতদরিদ্রদের মাঝে মাস্ক ও ত্রাণ বিতরণ
মতলব দক্ষিণ এর নওগাঁও গ্রামে করোনা ভাইরাস থেকে সুরক্ষা রাখতে হতদরিদ্রদের মাঝে মাস্ক ও ত্রাণ বিতরণ ।
মিজানুর রহমান, মতলব প্রতিনিধি
মতলব দক্ষিণ এর ৫নং উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার জনাব আব্দুল্লাহ (বাবুল ঢালী) করোনা ভাইরাস থেকে মানুষকে সুরক্ষা রাখার জন্য তিনি নিজ অর্থায়নে ত্রাণ ও মাস্ক বিতরণ করেন।
তিনি আজ এলাকার হতদরিদ্রদের মাঝে মাস্ক বিতরণ করেন এবং তিনি কিছু হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় তিনি বলেন যারা টাকার অভাবে মাস্ক কিনতে পারেনি আমি তাদের মাঝে মাস্ক বিতরণ করি।
তিনি আরও জানান এমন কিছু ফ্যামিলি আছে যারা মানুষের মাঝে কিছু চাইতে পারেনা আবার তাদের ঘরে খাবার নেই আমি এমন কিছু ফ্যামিলিকে খাদ্য সামগ্রী বিতরণ করি।
করোনা ভাইরাস মোকাবেলায় স্থানীয় নেতৃবৃন্দ ও সমাজসেবক, স্থানীয় ব্যবসায়ীগণ যদি সম্মিলিতভাবে কাজ করে তাহলে আমাদের এখানে কোন দরিদ্র ফ্যামিলির খাবার খাওয়া ছাড়া থাকবে না।
এসময় সাবেক বাংলাদেশ সেনা সদস্য গোলন্দাজ মোস্তফা কামাল উপস্থিত ছিলেন। সাবেক সেনা সদস্য মোস্তফা কামাল জানান, করোনা মোকাবেলায় আমাদেরকে অবশ্যই সরকারের নির্দেশনা মেনে চলতে হবে।
আমরা যদি সরকারের এই নির্দেশনা গুলো মেনে চলি তাহলে এতে সরকারের চেয়ে আমরা নিজেরাই বেশি লাভবান হবো সুতরাং সবাই সরকারের নির্দেশনা মেনে চলি।
এসময় এলাকার স্থানীয় সচেতন নাগরিকরা জানান, যদি এভাবে সবাই এগিয়ে আসে তাহলে এলাকার যত দরিদ্র ফ্যামিলি আছে তারা কখনোই খাদ্যের অভাব অনুভব করবে না।
এ সময় স্থানীয় ৩নং ওয়ার্ড মেম্বার জনাব আবদুল্লাহ (বাবুল ঢালী) সকলের কাছে দোয়া প্রার্থনা করেন, যাতে সেবামূলক কাজ করে যেতে পারেন।
No comments