Header Ads

Header ADS

আবাবিল ছাত্র কল্যাণ সংঘের পক্ষ থেকে ফ্রী রক্তের গ্রæপ নির্নয়


আবাবিল ছাত্র কল্যাণ সংঘের পক্ষ থেকে ফ্রী রক্তের গ্রæ নির্নয়.....

লক্ষীপুর জেলার রায়পুর উপজেলায় আজ আবাবিল ছাত্র কল্যাণ সংঘের পক্ষ থেকে ফ্রী রক্তের গ্রæ নির্নয় করা হয়।  ঐতিহাসিক চর আবাবিল রচিম উদ্দিন উচ্চ বিদ্যালয়। প্রায় ২৫০ জন ছাত্র ছাত্রীর রক্তের গ্রæ নির্নয় করা হয়।


ওমর আল রাকিব, লক্ষীপুর প্রতিনিধী।

সকাল টা থেকে দুপুর টা পর্যন্ত আমাদের ক্যাম্পিং করা হয়। আমাদের ব্লাড ক্যাম্পিং প্রধান অতিথি হিসেবে ছিলেন চর আবাবিল রচিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব তাজুল ইসলাম, এবং প্রতিষ্ঠান এর আরো শিক্ষক এবং শিক্ষীকা।



এবং আরো উপস্থিত ছিলেন সংগঠন এর সাধারণ সম্পাদক ওমর আল রাকিব সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সহ সংগঠন এর আরো অনান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবং সহযোগিতা করেন। আস শেফা ডায়াগনস্টিক সেন্টার হায়দারগঞ্জ এর পরিচালক ডা: মোস্তফা আহমেদ সহকারী পরিচালক মাসুম হোসেন উপস্থিত ছিলেন।




উক্ত ব্লাড ক্যাম্পিং পরিচালনা করেন নিরব আহমেদ রায়হান। ছাত্র ছাত্রীরা অনেক আনন্দিত রক্তের গ্রæ বিনা মূল্যে গ্রæ নির্নয় করায়। তারা ধন্যবাদ জানায় সংগঠন এর সভাপতি রাজিব আহসান এবং যাদের নেতৃত্বে আজ ব্লাড ক্যাম্প করা হয়। ধন্যবাদ জানায় অএ শিক্ষা প্রতিষ্ঠান এর প্রধান শিক্ষক কে। আরো ধন্যবাদ জানায় আস শেফা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক কে সহযোগিতা করার জন্য সবাই কে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।

প্রতিষ্ঠান এর প্রধান শিক্ষক  ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য আরো বলেন রক্ত দান একটি মহৎ কাজ সবাই রক্তের গ্রæ নির্নয় করবে। তিনি বলেন রক্তের গ্রæ নির্নয় করে সবাই সচেতন থাকবা।


No comments

Powered by Blogger.