Header Ads

Header ADS

রাজধানীর মুগদা মেডিকেলের ১০ চিকিৎসক, ২০ নার্সই ডেঙ্গু আক্রান্ত!

RadioNihal.com :ঢাকার মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে গত এক মাসে ১০ জন চিকিৎসক ও ২০ জন নার্সসহ মোট ৩০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।


শনিবার হাসপাতালটির পরিচালক ডা. আমিন আহমেদ খান এই তথ্য জানান।






ডা. আমিন আহমেদ খান বলেন, গত এক মাসে আমার হাসপাতালের ১০ জন ডাক্তার ও ২০ জন নার্স চিকিৎসা নিয়েছেন। এদের ভেতরে দুই চিকিৎসক এবং দুই নার্স হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
পরিচালক বলেন, এই ৩০ জনের ভেতরে এখনো দুই নার্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁরা এখন মোটামুটি সুস্থ আছেন।
ডা. আমিন আহমেদ খান বলেন, যে সব চিকিৎসক এবং নার্স ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তাঁদের অধিকাংশই এখনো ছুটিতে আছেন। কয়েকজন চিকিৎসক হাসপাতালে কাজ শুরু করেছেন।
ডা. আমিন আরো বলেন, গত এক মাসে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৬২৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এখন আর হাসপাতালের সিটই খালি নেই। ডেঙ্গু নিয়ে আমরা নিজেরাও খুব চিন্তিত। গত জুন মাসে ৫২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন।

No comments

Powered by Blogger.